আজকের শিরোনাম :

লাইসেন্স নবায়ন না করলে বন্ধ হবে বেসরকারি হাসপাতাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১৬:২৯

২৩ শে আগষ্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। শনিবার দুপুরে টাস্ক ফোর্সের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়।

টাস্ক ফোর্সের বৈঠকে আরও জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালানো হবে। এ বিষয়ে ভূল বোঝাবুঝির কোন সুযোগ নেই। 

এখন পর্যন্ত এগার হাজার একশ সাতাত্তরটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্সের আবেদন করা হলেও লাইসেন্স নবায়ন করা আছে মাত্র চার হাজার দুইশ সাইত্রিশটি বেসরকারি হাসপাতালের। ২৩ আগষ্টের পর বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ