আজকের শিরোনাম :

ঈদের দিনে করোনায় মৃত্যু ২১ জনের, নতুন শনাক্ত ২,১৯৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ১৪:৩৮ | আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৫:৪৭

ঈদের দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ১৩২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। গত ২৬ জুলাই থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

গতকালের চেয়ে আজ ৫৭৩ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৭৭২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৬ দশমিক ৮৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ কম।

আজ শনিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৩৯ হাজার ৮০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৩ শতাংশ।  

বুলেটিনে জানানো হয়, একদিনে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৩ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব আটজন এবং সত্তরোর্ধ্ব পাঁচজন ও আশির্ধ্ব একজন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ