আজকের শিরোনাম :

মানুষের ওপর করোনাভাইরাসের টিকার চূড়ান্ত পরীক্ষা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১৯:০৪

যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি মডার্না বলছে, তারা একটি করোনাভাইরাস টিকা নিয়ে মানুষের ওপর চূড়ান্ত পরীক্ষা চালানো শুরু করবে।

মডার্নার তৈরি টিকাটি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। প্রথম ধাপে যে ৪৫ জনের ওপর এটির পরীক্ষা চালানো হয়, তাতে দেখা গেছে সবার ক্ষেত্রেই এই প্রতিষেধক কাজ করেছে।

এমাসের শেষে এটির সর্বশেষ ধাপের পরীক্ষা শুরু হবে, যাতে স্বেচ্ছায় অংশ নেবে প্রায় ৩০ হাজার মানুষ। এদের অর্ধেককে টিকা দেয়া হবে, আর বাকি অর্ধেককে দেয়া হবে প্লাসিবো।

প্লাসিবো মানে হচ্ছে, কাউকে যে ঔষধ বা টিকা দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে, সেটিতে আসলে সেরকম কিছু নেই।

এরপর গবেষকরা এই ৩০ হাজার মানুষকে দু বছর ধরে পর্যবেক্ষণ করবেন এদেরকে এই টিকাটি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিচ্ছে কীনা। আর যদি তারা সংক্রমণের শিকারও হন, টিকাটি এটির লক্ষণ দমন করতে পারছে কীনা।

এই স্টাডি চলবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত। তবে প্রাথমিক ফল তার অনেক আগেই জানা যাবে।
গত মার্চে করোনাভাইরাসের টিকা নিয়ে মানুষের ওপর সবার আগে পরীক্ষা শুরু করেছিল মডার্না।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ