আজকের শিরোনাম :

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হননি

  ইউএনবি

১৫ জুলাই ২০২০, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি।

অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৩১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গু সন্দেহে মৃত্যু পর্যলোচনার জন্য একজনকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ