আজকের শিরোনাম :

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হলেন ৭০ লাখ মানুষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১৭:১৯

করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়লেও ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যাও কম নয়। ইতিমধ্যে সেই সংখ্যা ৭০ লাখ পার হয়ে গেছে। 

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাকে জয় করেছেন ৭০ লাখ ৯৩ হাজারেরও বেশি মানুষ।

পুরা বিশ্বে এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজরের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা এক কোটি ২২ লাখের কাছাকাছি। 

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান এক লাখ ৩৪ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩১ লাখ ৫৯ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ।

আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন সাড়ে এগার লাখের বেশি মানুষ। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৭ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ।

৭ লাখের বেশি আক্রান্ত নিয়ে তালিকায় ৪র্থ অবস্থানে থাকা রাশিয়ায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮১  হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১০ হাজার ৮০০ এর বেশি।  

ভারতের পরেই বেশি আক্রান্ত পেরুতে, ৩ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১১ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠার সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।  

বাংলাদেশে এখন পর্যন্ত  ৮৪ হাজার ৫৪৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ২৩৮ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ