করোনা রোগী শনাক্তের সাপ্তাহিক তালিকায় অষ্টম বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১৯:০০

করোনায় সংক্রমিত শনাক্ত রোগী বৃদ্ধির এক সপ্তাহের বৈশ্বিক তালিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বাংলাদেশকে শুক্রবার বিকেলে আট নম্বরে দেখা গেছে।

ডব্লিউএইচও’র প্রকাশ করা এই তালিকায় শেষ সাতদিনে বাংলাদেশে ২৬ হাজার ৬৭১ জন করোনা রোগী শনাক্তের হিসাব দেখানো হয়েছে।

১২ দেশের এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সাতদিনে আক্রান্ত রোগী  পাওয়া গেছে ৩ লাখ ৪ হাজার ১৫৬ জন। দ্বিতীয় ব্রাজিল। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এই সময়ে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার ১২২ জন।

তিন নম্বরে ভারত, ১ লাখ ৩৫ হাজার ১৪৩ জন। চতুর্থ দক্ষিণ আফ্রিকা। সাতদিনে দেশটিতে পাওয়া গেছে ৪৯ হাজার ৬৮৬ জন। পরের দেশগুলো রাশিয়া (৪৭,১৭১),  মেক্সিকো (৩৪,৯২৩),  সৌদি আরব (২৬,৯৬৯)।

বাংলাদেশের পরে পাকিস্তান (২৬,১৫১), চিলি (২৫,৪৭৭), কলম্বিয়া (২৪,৮৯৬) এবং পেরু (২৩,৭৮৮)।

বাংলাদেশ সরকারের দেয়া তথ্য অনুযায়ী, একদিনে আরও ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯৬৮ জন।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জনে।

বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬০৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৬৮ হাজার ৪৮ জনে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ