আজকের শিরোনাম :

বিএসএমএমইউয়ে ৩৪০ শয্যার করোনা ইউনিট চালু শনিবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ২২:১৭

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ৩৪০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট আগামী শনিবার থেকে চালু হচ্ছে।

এরমধ্যে বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে ২২০ শয্যা এবং শাহবাগে বেতার ভবনে ১২০টি শয্যা থাকবে। বিএসএমএমইউ-এর করোনা ইউনিটে চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য শয্যা বরাদ্দ থাকবে।

সোমবার (২৯শে জুন) বিএসএমএমইউ-এর মিল্টন অডিটোরিয়ামে আগামী ২০২০-২১ অর্থবছরের ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনসহ আইসিইউ সুযোগ-সুবিধা বাড়ানোর কাজে করোনা ইউনিট চালু হতে দেরি হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ