আজকের শিরোনাম :

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখের বেশি: সুস্থ ২৫ লাখের বেশি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১৭:৩২

করোনায় বিশ্বে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লাখের বেশি। ৫৯ লাখের বেশি আক্রান্ত। তবে এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১৭ লাখ ৬৮ হাজারের বেশি।  দেশটিতে একদিনে প্রাণ গেছে এক হাজার ২২৩ জনের। করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৪ লাখ ৩৮ হাজার। একদিনে শনাক্ত হয়েছে ২৪ হাজারের বেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

মেক্সিকোতে সাড়ে ৮ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। মোট আক্রান্ত ৭৮ হাজারের বেশি। স্পেন, ইতালি ও ফ্রান্সে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
 
এদিকে আক্রান্তের তালিকায় শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছে চার হাজার ৭শ’রও বেশি। ভারতের পরেই রয়েছে তুরস্ক। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৬০ হাজারের বেশি।

এবিএন/মমিস/জসিম

এই বিভাগের আরো সংবাদ