আজকের শিরোনাম :

গেল বছরের চেয়েও এবার বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১৭:৫৫

গেল বছরের চেয়েও এবার বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এমন আশঙ্কায় নতুন মশক নিধন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন ঢাকার দুই মেয়র। বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার উদ্যোগ নিচ্ছে উত্তর সিটি।

সরকারি হিসেবেই গেল বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ১৭৯ জনের। আর আক্রান্ত ছিল এক লাখ লাখ ১১ হাজার ৩৫৪ জন। এ বছরও শুরু থেকেই ডেঙ্গু সংক্রমণের হার ছিল গেল বছরের চেয়ে বেশি। জানুয়ারি থেকে মার্চ সেই সূচক উর্ধ্বমুখী হলেও কাকতালীয়ভাবে এপ্রিল-মে’তে কমেছে ডেঙ্গু। প্রশ্ন হলো তবে কি এ বছর কম হচ্ছে ডেঙ্গুর বিস্তার?

এ বাস্তবতায় ঢাকার দুই কর্পোরেশনে দায়িত্ব নিলেন নতুন মেয়র। করোনার এই সংকটে কি ডেঙ্গুতেও ভুগতে হবে, মরতে হবে নগরবাসীকে?

দক্ষিণের মেয়র তার পূর্বসূরীর কাজে হতাশ। বলছেন,এডিস মশার লার্ভা ধ্বংস, ওষুধ ছিটানোসহ সব ধরণের কাজের ব্যাপ্তি বাড়াচ্ছেন তিনি।

উত্তর সিটিতেও কার্যক্রম জোরদারের পাশাপাশি কাউন্সিলরদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন মেয়র।

তবে জনসচেতনতা না বাড়লে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলে মনে করেন দুই মেয়রই। তাই বাসা বাড়িতে পানি জমিয়ে না রাখতে নগরবাসীকে তাগিদ দিচ্ছেন তারা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ