আজকের শিরোনাম :

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ১৯:৩০

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ১১শ ৮৮ জনের মৃত্যুতে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।  অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু এখন প্রায় এক লাখ।

ব্রাজিলে করোনা রোগীর সংখ্যা এখন তিন লাখ ১০ হাজারেরও বেশি, সারা বিশ্বে যা তৃতীয়। মেক্সিকোতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২৪ জন।  আর যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ৩০ হাজার মানুষের দেহে করোনাভাইসের অস্তিত্ব শনাক্ত হয়।

অন্যদিকে, একদিনে ১৫০ জনের মৃত্যুতে ভারতে মোট মৃত এখন সাড়ে তিন হাজারেরও বেশি ।  আর একদিনেই ৬ হাজার ২শ শনাক্তে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ২০ হাজার । এরমধ্যে মহারাষ্ট্রেই রোগীর সংখ্যা ৪০ হাজারের বেশি।

করোনায় সারা বিশ্বে একদিনে শনাক্ত হয় ১ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ। মোট মৃত্যু এখন প্রায় ৩ লাখ ৩৫ হাজার । আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ