আজকের শিরোনাম :

বিশ্বে কনডমে ঘাটতি দেখা দেবে!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১৮:২৭ | আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৮:৩২

বিশ্বের অন্যতম বড় কনডম প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান বলছে বিশ্বে কনডমের ঘাটতি দেখা যাবে। বিশ্বে যেসব দেশে রাবার উৎপাদন হয় তার মধ্যে মালয়েশিয়া সবার ওপরে। বিশ্বের অনেক দেশের মতো মালয়েশিয়াও লকডাউনে। বিশ্বের সবচেয়ে বড় রাবার কারখানা।

এএফপিতে বলা হচ্ছে, জন্মনিরোধক তৈরি করছে যারা তাদের মধ্যে অন্যতম কারেক্স। যারা বিশ্বের প্রতি পাঁচটি কনডমের একটি তারা বানায়।

কোম্পানিটির প্রধান গো মিয়াহ বলছেন, বিশ্বে আসছে সময়ে কনডমে একটা ঘাটতি দেখা যাবে সেটা নিশ্চিত। জাতিসংঘও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এএফপিতে জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, কনডমের অভাব দেখা গেলে অপ্রত্যাশিত অনেক প্রভাব পড়বে সমাজে ও স্বাস্থ্য ব্যবস্থায়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ