আজকের শিরোনাম :

নড়াইলে মাশরাফীর উদ্যাগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ২১:৪৭

দুযোর্গ কালে নিজ এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন-মোর্ত্তজা। আজ রবিবার থেকে তার উদ্যোগেই নড়াইলে শুরু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। শুধু করোনা আক্রান্ত নয়, সব ধরনের রোগীর সেবা নিশ্চিতে উদ্যোগী হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এই ফাউন্ডেশনটি। এক ভিডিও বার্তায় মাশরাফী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা দু’জন চিকিৎসক দিয়ে শুরু করছি। আশা করছি নড়াইলে আরও যারা চিকিৎসক আছেন তারাও এগিয়ে আসবেন। 

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম জেলার তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার জন্য কাজ শুরু করেছে। করোনাভাইরাস নিয়ে ভয়-আতঙ্কে সবাই। তাই 'স্বাস্থ্য সেবায় এই দুর্যোগে নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে' এই স্লোগানে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের যাত্রা শুরু হয়েছে নড়াইলে।

অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছে মাশরাফীর ভ্রাম্যমান মেডিকেল টিম। উদ্বোধনী দিনে নড়াইল পৌর এলাকা, শাহাবাদ এবং মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ