আজকের শিরোনাম :

করোনায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি, আরও ৪ জন সুস্থ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১২:২৯ | আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:৪৭

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তাই আছে ৪৮। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ জন।

আজ শনিবার (২৮ মার্চ) করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগী এখন ৪৮ জন। যারা সংক্রমিত হয়েছিলেন তাদের মধ্যে ১৫ জন এখন পুরোপুরি সুস্থ, কোনো সংক্রমণ নেই। তারা সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে ছিলেন।

তিনি জানান, যাদের বয়স ৬০-এর বেশি তারা ঘরের একেবারেই ঘরের বাইরে যাবেন না। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩ হাজার ৪৫০ কল এসেছে। এর সবই কোভিড-১৯ সংক্রান্ত।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।

বিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ