আজকের শিরোনাম :

ডেঙ্গুতে ১২৯ জনের মৃত্যু: আইইডিসিআর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ২১:০২

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১২৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

এ পর্যন্ত সংস্থাটি ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২০৩টি ঘটনা পর্যালোচনা করে ১২৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। -খবর ইউএনবি

শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৭ জন ঢাকার হাসপাতালে ভর্তি নিয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৯৯ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ