আজকের শিরোনাম :

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ১৫:০২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে ৫ মাস বয়সী জারিফ হোসেন নামে এ শিশুর মৃত্যু হয়।

জারিফ ময়মনসিংহ শহরের শিকারিকান্দা এলাকার আরিফ হোসেনের ছেলে।

হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, কয়েক দিন আগে জ্বর হলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। তাকে সেখানেই চিকিসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ডেঙ্গুতে আক্রান্ত শরীরের বিভিন্ন অর্গান কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে জারিফের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ