আজকের শিরোনাম :

ডেঙ্গুর ওষুধ ‘পেঁপে পাতা’, গবেষণায় প্রমাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ২০:০৯

মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়ও পেঁপে পাতায় ডেঙ্গু নিরাময়ের প্রমাণ মিলেছে। এরমধ্যে বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠি গ্রামে পেঁপে পাতার রস খেয়ে সারছে ডেঙ্গু রোগ, দাবি সাধারণ মানুষের।

জানা যায়, গেল মঙ্গলবার পিংগলাকাঠি গ্রামের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধু নাছিমা বেগম (৩৫) মারা যায়। ওই গ্রামে আরও ৭ জন ডেঙ্গু রোগে ভুগছিল। ওই রোগীদের পেঁপে পাতার রস খাওয়ানের পর সবাই সুস্থ হয়ে ওঠে।

গ্রামের সাধারণ মানুষের দাবি, নাছিমাকে রস খাওয়ানো হয়নি, তাই মারা গেছে। গ্রামের সিরাজ ফকির (৫২) ও মেয়ে অন্তরা (২০), জলিল সরদার (২২), সুমন হাওলাদার (২০), জুরাল ফকির (৩২), ইব্রাহিম সরদার (২২) ও রেনু বেগম (৪০) ডেঙ্গুতে আক্রান্ত হন।

আক্রান্তরা স্থানীয় গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু সেখানে সুচিকিৎসা না থাকায় বাড়ি ফিরে আসেন। এরপর সিরাজ ফকিরের পরামর্শে পেঁপে পাতার রস খাওয়া শুরু করেন। কয়েক দিনের মধ্যেই সবাই সুস্থ হয়ে ওঠেন।

এ ব্যাপারে ডেঙ্গু আক্রান্ত সিরাজ ফকির বলেন, ঈদের দিন আমি ও আমার মেয়ে অন্তরা ডেঙ্গুতে আক্রান্ত হই। প্রতিবেশী আরও ৫ জন আক্রান্ত হন। গৌরনদীতে ডেঙ্গু রোগের চিকিৎসা না থাকায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আমার ছেলে ইন্টারনেটের মাধ্যমে পেঁপে পাতার রস খেলে ডেঙ্গু ভালো হয় বলে জানতে পারে। পরে আমি ও আমার মেয়ে প্রতিদিন সকাল-বিকাল ও দুপুরে আধা কেজি করে পেঁপে পাতার রস ও একটি করে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া শুরু করি। ৭ দিনের মধ্যে আমরা দুজন সম্পূর্ণ সুস্থ হই।

তিনি জানান, পরে আমার পরামর্শে ডেঙ্গুতে আক্রান্ত আমার পাঁচ প্রতিবেশী পেঁপে পাতার রস খেয়ে আরোগ্য লাভ করেন।

ইতিমধ্যে গবেষণায়ও বিষয়টি প্রমাণিত হয়েছে। মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় গত বছরের ৩০ এপ্রিল এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে।

‘ডেঙ্গু জ্বরের নিরাময়ে পেঁপে পাতা’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, ভয়ঙ্কর ডেঙ্গু রোগ সারাতে ঐহিতবাহী ভেষজ হিসেবে পেঁপে পাতার রস খুবই কার্যকরী। সাধারণত ডেঙ্গু সারাতে নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তবে পেঁপে পাতার নির্যাস প্রক্রিয়াকরণের মাধ্যমে নিয়মিত (পিল) ওষুধ হিসেবে ব্যবহার করা সম্ভব।

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক সহকারী অধ্যাপক ড. হি চিং লিকের নেতৃত্বে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। মালয়েশিয়া সরকারের অর্থায়নে ওই গবেষণা পরিচালিত হয়।

গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার রস ডেঙ্গু আক্রান্ত রোগীর আভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে পারে। এছাড়া রক্তের প্লাটিলেট কমে যাওয়া বন্ধ করে তা বাড়াতে বড় ভূমিকা রাখে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ