আজকের শিরোনাম :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেকে আরও একজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০০:৪৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তার নাম লাটু মিয়া (৬০)। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ৩৫ মিনিটে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাটু মিয়া নোয়াখালী জেলার মাইজদী উপজেলার মতিপুর গ্রামের বাসিন্দা।

এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
লাটু মিয়ার নাতিন জামাই মোহাম্মদ আলী জানান, গত শনিবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন লাটু মিয়া। প্রথমে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান তিনি। সেখানে গিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে ঢামেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে লাটু মিয়া মারা যান।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন বলেন, লাটু মিয়া নামে একজন মারা গেছেন শুনেছি, তবে ডেঙ্গুতেই মারা গেছে কিনা, তা যাচাই না করে এই মুহূর্তে কিছু বলা যাবে না।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ