আজকের শিরোনাম :

মার্চের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮

আগামী মার্চের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার শাহে আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, অচিরেই ১০ হাজার ডাক্তার নিয়োগের জন্য কাজ করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মার্চের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হবে। বিষয়টি এখন পিএসসির মাধ্যমে আছে। এই ১০ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হলে ডাক্তারের সমস্যা আর থাকবে না।

মো. মোজাফফর হোসেনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘ডাক্তারদের অভাবে দেশে বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো পরিত্যক্ত অবস্থায় নেই। কারণ দেশের অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক কর্মরত আছেন। তবে কেন্দ্রগুলোতে এমবিবিএস ডাক্তারের পদ শূন্য থাকায় গরিব জনসাধারণ উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে।’
 
এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ