আজকের শিরোনাম :

ডেঙ্গু রোগের যেসব লক্ষণ খেয়াল রাখা জরুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ১০:১৬

বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষ আক্রান্ত হয় মশাবাহিত ডেঙ্গু রোগে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ এলাকাগুলোয় এ রোগের প্রাদুর্ভাব বেশি। সম্প্রতি বিশেষ করে রাজধানীতে বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। জেনে নিন ডেঙ্গু হওয়ার আগে কিংবা এ রোগ হওয়ার সময় যেসব লক্ষণ দেখা যায়।

উচ্চমাত্রায় জ্বর : ডেঙ্গু হলে আপনার সর্বোচ্চ ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠতে পারে। আর এ জ্বরটি থাকবে ৪-৭ দিন পর্যন্ত। যদি আপনার জ্বর হয়ে থাকে এবং ৪ দিনের বেশি হয় তা হলে খুব তাড়াতাড়িই ডাক্তারের শরণাপন্ন হোন।

প্রচণ্ড মাথা ব্যথা : ডেঙ্গু আক্রান্ত হলে প্রচণ্ড মাথা ব্যথার সঙ্গে সঙ্গে চোখের ভেতরের দিকে ব্যথা করে। মাথাব্যথা ডেঙ্গু রোগের অন্যতম পূর্বলক্ষণ।

শরীর ব্যথা : হাড় ভাঙলে যে রকম তীব্র ব্যথার অনুভূতি হয় মানুষের, ডেঙ্গু হলেও ঠিক এ ধরনের হাড়ভাঙার মতো ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শরীরের জয়েন্টে তীব্র ব্যথা হয়, এর পাশাপাশি ব্যথা হয় পেশিতেও। এমনকি ডেঙ্গু সেরে গেলেও এ ব্যথাগুলো অনেক দিন শরীরে থাকে। 

দেখা দেয় র‌্যাশ : জ্বর হওয়ার এক থেকে দুই দিনের সময় সারা শরীরে লালচে র‌্যাশ দেখা যায়। যাকে বলা হয় স্কিন র‌্যাশ, অনেকটা অ্যালার্জি বা ঘামাচির মতো। এসময় আক্রান্তের চোখ হলদেটে এবং ত্বক বেশ শুষ্ক দেখায়।

কমে যায় রক্তকণিকা : ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকলেই খুব তাড়াতাড়ি করে নেবেন প্লেটলেট টেস্ট। এ সময় প্লেটলেট কিংবা রক্তকণিকার পরিমাণ অনেকটাই কমে যায়। প্লেটলেট কাউন্ট যদি ২০ হাজার এর নিচে হয় তাহলে রোগীর রক্তজনিত জটিলতা দেখা দিতে পারে।

বমি বমি ভাব : ডেঙ্গু হলে আক্রান্তের বমি বমি ভাব হয়, মাঝে মাঝে এমনকি বমি হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তিবোধ করে এবং রুচি কমে যায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ