আজকের শিরোনাম :

‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়নি মেডিকেল বোর্ড সদস্যদের’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১৫:১২ | আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৫:১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

আজ রবিবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

যদিও ৫ সদস্যের মেডিকেল টিম বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার কেবিনের সামনে যান। তবে তার (খালেদা জিয়া) সাথে দেখা না করে আগের ব্যবস্থাপত্র দেখেই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হাসপাতাল পরিচালক জানান, আগের মেডিকেল টিমের চিকিৎসাপত্রেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে । পরবর্তী সময়ে আবার নতুন মেডিকেল টিম বৈঠক করে তার চিকিৎসায় পরিবর্তন আসবে কিনা সিদ্ধান্ত নিবেন।

খালেদা জিয়ার সাথে দেখা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, আমরা দেখা করি নাই। তার ব্যবস্থাপত্র নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে খালেদা জিয়া যদি পছন্দের চিকিৎসকের জন্য আবেদন করেন তা হলে মেডিকেল বোর্ড আবার পরিবর্তন করা হবে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ডা. মো. নজরুল করিম ও ডা. মো. খোরশেদ আলম ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। 

উল্লেখ্য, নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার বেলা ৩টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭১৬০ নম্বর গাড়িতে করে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ