আজকের শিরোনাম :

১৬৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১৮:০৫

গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৪১ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে দেশে সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৬৮ জন। এর মধ্যে অক্টোবরে ১ জন, সেপ্টেম্বরে ২১ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আজ  স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৭৫ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭৬৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ২০৯ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৬২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ