কুষ্টিয়ায় করোনায় ৯ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:১৬

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার খোকসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষক মারা গেছেন।

শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩০ দশমিক ৫৪ শতাংশ।

জেলায় সার্বিক করোনা পরিস্থিতির ক্রমাবনতি ঘটায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার রাতে হাসপাতালের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান ডা. তাপস কুমার সরকার।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে শুধু করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ