আজকের শিরোনাম :

বিশ্বে করোনা সংক্রমণ ছাড়াল ১৪ কোটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ২২:০৭

দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের হানায় বিশ্বে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ১৪ কোটি ছাড়িয়ে গেছে। মৃত্যুও এখন ৩০ লাখের ওপর। 

ওয়ার্ল্ডো মিটারের শনিবার সন্ধ্যার পরিসংখ্যান অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৬ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। 

এই ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩০ লাখ ১৫ হাজার ২৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৯৪ লাখ সাড়ে ৯০ হাজারের বেশি। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ৯৪৩ জন শনাক্ত হয়েছে ভারতে। একই সময় মারা গেছে ১ হাজার ৩৩৮ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ সাড়ে ২১ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন। 

করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকলেও সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি দেখেছে মেক্সিকো। 

করোনা টিকাদানে জোরদার প্রচেষ্টার মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। বরং কোনো কোনো দেশ দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে। 

এ জন্য করোনার নতুন নতুন ধরন (স্ট্রেইন/ভ্যারিয়েন্ট) ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ