আজকের শিরোনাম :

করোনা রোগীদের ফ্রি চিকিৎসা দিবে বিদ্যানন্দ ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৮:১৮

এক টাকার আহারের পর এবার করোনায় আক্রান্ত সুবিধাবঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা দিতে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রামের পাহাড়তলীতে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে যাত্রা শুরু করেছে ৭০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ হাসপাতালে এখন শুধু করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। এছাড়া প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলিমেডিসিন সার্ভিসও।

আজ মঙ্গলবার দুপুরে এই হাসপাতালের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

এর আগে করোনাকালীন জরুরি চিকিৎসা সেবায় নগরীর পতেঙ্গা এলাকায় ১শ' শয্যার ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।

উল্লেখ্য, এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবার বিতরণ করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ। বিনা পয়সায় খাবার সরবরাহ করলে শিশুরা ভিক্ষা মনে করতে পারে, তাই খাবারের প্রতীকী মূল্য এক টাকা। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ