আজকের শিরোনাম :

টিকাদান কর্মসূচির ১ মাস: টিকা নিলেন প্রায় ৩৮ লাখ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ২০:৩৪

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন পুরুষ  ও ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন নারী  টিকা নেন।

আজ রোববার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রবিবার টিকা নিয়েছেন একলাখ ৭ হাজার ২০০ জন। আজকের টিকা গ্রহীতার সংখ্যা শনিবারের (৬ মার্চ) চেয়ে বেশি। শনিবার টিকা নিয়েছিলেন একলাখ ৯৮৩ জন।

রবিবার টিকা নেওয়া এক লাখ ৭ হাজার ২০০ জনের মধ্যে পুরুষ  নিয়েছেন ৬৫ হাজার ৪৩০ জন ও নারী নিয়েছেন ৪১ হাজার ৭৭০ জন।

অধিদফতর জানায়,দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন।তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ৮৪৮ জনের।

সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর আরও জানায়, মোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনা বিভাগে চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন।

রোববার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ