আজকের শিরোনাম :

বাংলাদেশে দৈনিক শনাক্তের হার এখন ১০ শতাংশের নিচে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১৮:৫০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৭৮০ জনের মৃত্যু হলো।

এই সময়ে নতুন করে আরও ১০৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ৯.৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৪৯৮ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬ জনের। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, দুইজন নারী। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ