‘বন ও বন্যপ্রাণী সংরক্ষণে লাঠিটিলায় হবে সাফারি পার্ক’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১৮:২২

বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্যই লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (২৯ আগস্ট) ভার্চুয়ালি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বসবাসকারীদের উচ্ছেদ না করে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এখানে পার্ক নির্মিত হলে মানুষের কর্মসংস্থান বাড়বে।

মো. শাহাব উদ্দিন বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলেও একটি চক্র এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সাফারি পার্ক স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, হাকালুকি হাওর উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এখানে খাল ও পর্যাপ্ত পুকুর খনন করে পানি ধারণক্ষমতা বাড়ানো হবে।

এ সময় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা বক্তব্য রাখেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ