আজকের শিরোনাম :

জলবায়ু: বাংলাদেশসহ ছয় দেশ নিয়ে ব্রিটেনের নতুন জোট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১৩:১৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই জোটে বাংলাদেশসহ মোট ছয়টি দেশ থাকবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিসের একটি বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ব্রিটেন-বাংলাদেশের পাশাপাশি এই জোটে থাকবে মিশর, মালাউই, সেন্ট লুসিয়া এবং নেদারল্যান্ডস। এ বিষয়ে জনসন সোমবার বিকেলে বিস্তারিত জানাবেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ‘অ্যাডাপটেশন অ্যাকশন কোয়ালিশন’ পদক্ষেপ থেকে জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা এই দেশগুলোতে ঝড়ের পূর্বাভাস সিস্টেম এবং বন্যার পানি নিষ্কাশন ব্যবস্থায় বিনিয়োগ করা হবে। একই সঙ্গে খরা-প্রতিরোধী ফসল উৎপাদনেও নজর দেয়া হবে।

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যাডাপটেশন সামিটে জনসন তার বক্তব্যে সোমবার উল্লেখ করবেন, ‘জলবায়ু পরিবর্তন এখন আমাদের ওপর এসে পড়েছে। এটা অনস্বীকার্য যে এই পরিবর্তন জীবন এবং অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। পরিবর্তিত জলবায়ুর সঙ্গে আমাদের অবশ্যই বানিয়ে নিতে হবে। আর এখনই সেটা করার সময়।’

জনসনের বক্তব্যের খণ্ডাংশ ডাউনিং স্ট্রিট থেকে আগেভাগে প্রকাশ করে বলা হয়েছে, নতুন জোটের মাধ্যমে বিজ্ঞানী, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের বিভিন্ন স্তরে তথ্য ভাগাভাগি করা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করা হবে তৃণমূলে।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ