আজকের শিরোনাম :

বাংলাদেশে বনভূমি মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ: পরিবেশ মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১৮:৫১

বাংলাদেশে বনভূমি মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। বনের অনেক জায়গা বেহাত হয়েছে, এগুলো উদ্ধার করা হচ্ছে।

আর ২০২২ সাল পর্যন্ত প্রাকৃতিক বনাঞ্চলের গাছকাটায় নিষেধাজ্ঞা রয়েছে। কেউ অবৈধভাবে, অগোচরে গাছ কাটলে ব্যবস্থা চলমান থাকবে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন প্রজাতির ৮ কোটি ৬১ লাখ ৬২ হাজার বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। রোপণ করা গাছের চারা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। যাদেরকে চারা দেয়া হয়েছে, তারা আন্তরিক হলে অনেকখানি সম্ভব, একইসঙ্গে বন বিভাগও তৎপর থাকবে।  

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ের বাস্তবতা ভিন্ন রকম। এর জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বরত যারা, তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রচলিত ইটভাটা বন্ধে পরিকল্পনা রয়েছে উল্লেখ করে জানান, এ সম্পর্কে আইনও রয়েছে, সরকারি সব স্থাপনায় পর্যায়ক্রমে ব্লক ইট ব্যবহার করা হবে, বেসরকারি খাতেও উৎসাহিত করা হচ্ছে।  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ