আজকের শিরোনাম :

বিগ বসের প্রত্যেক কর্মী বেতন পাচ্ছেন তো? সালমান যা করলেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১৪। টেলিভিশনের গ্র্যান্ড রিয়্যালিটি শোয়ের জন্য সালমান খান প্রস্তুতি শুরু করে দিয়েছেন জোর কদমে । 

জানা যাচ্ছে, বিগ বসের এবারের সিজনের জন্য সালমান ৪৫০ থেকে ৪৮০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন।

সূত্রের খবর, ২০১৯ সালে বিগ বসের প্রত্যেক এপিসোডের জন্য সালমান ১৫.৫ কোটি করে পারিশ্রমিক নিয়েছিলেন। এবার তার মাত্রা আরও ৫ কোটি বাড়িয়ে দিয়েছেন সালমান খান। ফলে ৪৮০ কোটির জায়গায় বিগ বসের প্রযোজনা সংস্থার জন্য ৪৫০ কোটিতে রফা হয়েছে অভিনেতার। 

শোনা যাচ্ছে এমন খবর। তবে করোনা এবং লকডাউনের জেরে বিগ বসের সঙ্গে যুক্ত কোনও কর্মীর যাতে পারিশ্রমিক বাকি না পড়ে, তার জন্য খোঁজ খবর নিচ্ছেন সালমান।

জানা যাচ্ছে, বিগ বসের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মী যাতে নিজেদের মান অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক পান, সে বিষয়ে প্রযোজনা সংস্থাকে প্রশ্ন করেন সালমান। 

শুধু তাই নয়, ওই কর্মীরা সঠিক সময়ে বেতন পাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন করেন ভাইজান। যার উত্তরে কতৃপক্ষের তরফে জানানো হয়, এ বছর হয়ত কাউকেই প্রচুর বেতন দেওয়া হচ্ছে না। তবে উপযুক্ত সময়ে প্রত্যেকে বেতন পেয়ে যাচ্ছেন।

যার প্রেক্ষিতে সালমান পালটা জানান, তাকে নিয়ে যাতে চিন্তা না করা হয়। তবে বিগ বসের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মী যাতে সঠিক সময়ে উপযুক্ত বেতন পান, সে দিকে প্রযোজনা সংস্থাকে নজর রাখতে হবে বলে স্পষ্ট জানান বলিউড ভাইজান।

বিগ বস ১৪-র সেট তৈরি করা হয়েছে মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্মসিটিতে। সেখানেই প্রত্যেক সপ্তাহে শ্যুটিংয়ের জন্য হাজির হচ্ছেন সালমান খান।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ