আজকের শিরোনাম :

প্রথমবার জুটি বাঁধছেন গাজী মাজহারুল আনোয়ার ও আসিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮

ছবি- আসিফের ফেসবুক থেকে সংগৃহীত

দেশের কিংবদন্তি সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্রথমবার অডিও গানে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এর আগে গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্লেব্যাক করলেও অডিও গানে প্রথমবার জুটি বাঁধছেন দেশের সংগীতের দুই তারকা।

জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ার এরই মধ্যে আসিফ আকবরের জন্য দুটি গান লিখেছেন। সামনে আরো কিছু গান করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একটি গানে আসিফের সঙ্গে কণ্ঠ দেবেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার। রোমান্টিক আমেজের গানগুলোতে সুর ও সংগীত পরিচালনা করবেন জাভেদ আহমেদ কিসলু।

এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আসিফ আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক। তার স্পষ্টবাদিতা ও ব্যক্তিত্বের জন্য তাকে আমার খুব পছন্দ। তাকে স্নেহ করি। তার কণ্ঠের গানে মুগ্ধ হই।’

আসিফ আকবর বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার একজন জীবন্ত কিংবদন্তি। আমি ডাকি গাজী চাচা। বাংলাদেশের সংগীতজগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গীতিকবি হিসেবে ওস্তাদ মানি। আমার বন্ধুপ্রতিম সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু চাচার লেখা একটি গানে সুর দেবেন। চাচার মেয়ে আমার কলিগ সুকণ্ঠি গায়িকা দিঠি আনোয়ার আর আমি গাইব। অভিজ্ঞতার এক জ্বলন্ত মশাল গাজী মাজহারুল আনোয়ার চাচা। ওনার গুণরাশির কথা বলা আমার মুখে মোটেও মানানসই নয়, যেমন উচিত নয় সমুদ্রের জলরাশি গুনতে যাওয়া।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ