আজকের শিরোনাম :

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক ফেরদৌস-বন্যা মির্জা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১৮:২৫

২০২১ সালের ১৬ জানুয়ারি বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। নয় দিনব্যাপী এ উৎসবে বিশ্বের ষাট দেশের ২০০টি চলচ্চিত্র প্রদর্শন হবে। রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে এ আয়োজন করে আসছে।

এতে বিচারক হিসেবে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী বন্যা মির্জা। এ ছাড়া এতে বিচারক হিসেবে বিশ্বের বেশ কয়েকজন গুণী নির্মাতা ও অভিনয়শিল্পীর থাকার কথা রয়েছে। এ তালিকায় রয়েছেন—ভারতীয় পরিচালক ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত, শ্রীলঙ্কার সোমারত্নে ডিসানায়েক, ফিলিস্তিনের দিনা নাসের প্রমুখ। এ তথ্য জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।

উৎসবে এশিয়ান চলচ্চিত্র, রেট্রোসপেকটিভ, বাংলাদেশ প্যানারমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ ছবি, নারী নির্মাতা, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং স্পিরিচুয়াল সিনেমা বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শন হবে।

নগরীর জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি, অলিয়স ফ্রঁসেস, শিল্পকলা একাডেমি ও স্টার সিনেপ্লেক্সে এসব চলচ্চিত্র প্রদর্শন হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ