আজকের শিরোনাম :

বেস্ট ন্যারেটিভ ফিল্মের সনদ পেলো মায়া দ্য লস্ট মাদার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ২১:১৬

বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর সত্য গল্প নিয়ে নির্মিত মায়া দ্য লস্ট মাদার চলচ্চিত্রটি  টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ন্যারেটিভ ফিল্ম নির্বাচিত হয়েছে। মঙ্গলবার উৎসব কর্তৃপক্ষ মায়া দ্য লস্ট মাদার সিনেমাকে বেস্ট ন্যারেটিভ ফিল্মের সনদপত্র পাঠিয়েছে  বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মাসুদ পথিক। 

কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ' ওমেন' চিত্রকর্ম অবলম্বনে নির্মিত 'মায়াা: দ্য লস্ট মাদার।ইতোমধ্যে ছবিটি ' ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল , নাসিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ ১৫টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহন করেছে।

করোনা ভাইরাসের কারণে এবার টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অনলাইনে অনুষ্ঠিত হয়। ছবিটির পরিচালক অনলাইনের আলোচনা সেশনে অংশগ্রহণ কবেন।

ছবিটিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, কলকাতার মুমতাজ সরকার, দেবাশিস কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী ও আসলাম সানি প্রমুখ। দেশের সিনেমা হলে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়েছিল মায়া দ্য লস্ট মাদার।
ছবির গানে কণ্ঠ দিয়েছেন  প্লাবন কোরেশী, তানভীর তারেক ও বেলাল খান। আবহ সংগীত করেছেন ইমন চৌধুরী। 

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত  জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত  নির্মাতা মাসুদ পথিক বলেন, আমার মায়া দ্য লস্ট মাদার ' সিনেমাটি কবিতা ও চিত্রকর্ম অবলম্বনে র-রিয়ালিজম ধারার সিনেমা। ছবিটির মাধ্যমে একের পর এক পুরস্কার প্রাপ্তি আমাকে উৎসাহিত করছে।

 

এবিএন/ইমরান/জসিম/এসই

এই বিভাগের আরো সংবাদ