আজকের শিরোনাম :

সতর্ক থেকেই কাজ করতে হবে: দীপা খন্দকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১৮:২১

করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই শুটিং বন্ধ ছিল। তবে এরইমধ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নিচ্ছেন অনেকে। যদিও শুটিং করা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকে মত দিচ্ছেন। দেরিতে হলেও শুটিংয়ে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপা খন্দকার।  

এদিকে সম্প্রতি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কাজও করেছেন। দীপা খন্দকার বলেন, টিভি নাটকে শুটিংয়ের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে চাই। তবে ইচ্ছা আছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ে ফেরার। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েক দিন আগে একটি কাজ করেছি। 

বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে দীপা বলেন, করোনার এই দুঃসময়ে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থেকে কাজ করতে হবে। অন্যান্য দেশেও সতর্কতা অবলম্বন করে কাজ করা হচ্ছে। এছাড়া কোনো বিকল্প নেই। 

এই মুহূর্তে দীপার কাজ হাতে রয়েছে সকাল আহমেদের ‘খানবাড়ি বাড়াবাড়ি’, রুলিন রহমানের ‘মায়ার বাঁধন’, সাগর জাহানের ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ দুরন্ত টিভির ‘মেছো তেতো গেছো ভূত’ নামে ধারাবাহিক।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ