আজকের শিরোনাম :

সুশান্ত সিংয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদ করা হবে আদিত্য চোপড়াকে?

  জি নিউজ

২৫ জুন ২০২০, ১০:৩১ | অনলাইন সংস্করণ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে, যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বাই পুলিশ। এমনকি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

প্রসঙ্গত, শানো শর্মা মুম্বইয়ের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রভাবশালী বলেই জানা যায়। রণবীর কপুর, অর্জুন কপুরের মতো তারকাদের তিনি প্রথম কাজের সুযোগ করে দিয়েছেন। এদিকে গত শুক্রবার সুশান্তের বন্ধু রিয়া চক্রবর্তীকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা যাচ্ছে রিয়া পুলিশকে জানিয়েছেন, এক বছর আগে সুশান্তই তাকে যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ না করার পরামর্শ দিয়েছিলেন।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে হওয়া চুক্তিপত্র ইতিমধ্যেই পুলিশের কাছে জমা করেছে যশরাজ ফিল্মস।  প্রসঙ্গত  যশরাজ ফিল্মসের প্রযোজনায় সুশান্ত দুটি ছবিতে কাজ করেছিলেন। যার মধ্যে ছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া 'শুদ্ধ দেশি রোম্যান্স', অন্যটি হল (২০১৫) 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী'। জানা যায়, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের তিনটি ছবি করার চুক্তি হয়েছিল। পরবর্তীকালে শেখর কাপুর পরিচালিত 'পানি' যেটির কথা কান ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা করা হয়েছিল। সেই 'পানি' ছবিটিও যশরাজ ফিল্মেসের প্রযোজনায় হওয়ার কথা ছিল বলে শোনা যায়। যদিও পরে সেটির কাজ বন্ধ রাখা হয়েছিল। এদিকে ইচ্ছাকৃতভাবে 'পানি' প্রজেক্ট ঝুলিয়ে রেখে যশরাজফিল্ম সুশান্তকে আর অন্য কোনও প্রযোজনা সংস্থার ছবিতে সই করতে দিচ্ছিলেন না বলেও অভিযোগ উঠেছে। এই কারণেই নাকি সুশান্তের হাতছাড়া হয় 'গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা ' ও 'বেফিকরে'র মত ছবি। এই বিষয় নিয়ে সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের বচসা বাঁধে বলেও জানা যায়। এমনকি আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার কারণে সুশান্তের হাত থেকে ৭টি ছবি হাতছাড়া হয়ে যায়। তাতেই সুশান্ত মানসিকভাবে ভেঙে পড়েন বলে একটি সূত্রের দাবি।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'পানি'র পরিচালক শেখর কাপুরের একটি টুইট ঘিরে জল্পনা শুরু হয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেখর কাপুরকে মুখ খুলতে অনুরোধ করেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ