আজকের শিরোনাম :

চলচ্চিত্র শিল্পীদের অনুদানের বিষয়টি ভিত্তিহীন: জায়েদ খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ২০:২৮

করোনার কারণে দীর্ঘদিন থেকেই বন্ধ চলচ্চিত্রের সকল প্রকার শুটিং। এতে বেকার হয়ে ঘরে বসে চলচ্চিত্রকর্মীরা। এসব শিল্পী ও কলাকুশলীদের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

এদিকে খবর চাউর হয়েছে, শিল্পী ও কলাকুশলীদের জন্য তথ্য মন্ত্রণালয় ৩ কোটি টাকা অনুদান দিয়েছে। কিন্তু এ খবর ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান জানান, চলচ্চিত্র শিল্পীদের ৩ কোটি টাকা আর্থিক অনুদানের বিষয়টি ভিত্তিহীন।

তিনি বলেন, আজ তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আমার। সেখানে তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান। আমরা অনুদান চেয়ে একটি তালিকা দিয়েছি। তালিকাটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে মাত্র। এটা যাচাইবাছাই করে সিদ্ধান্ত হবে। 

জায়েদ খান জানান, তিন কোটি টাকা অনুদানের বিষয়টি নিয়ে শিল্পীরা বিব্রত হচ্ছেন। বিষয়টি নিয়ে আমি তথ্য সচিবের সঙ্গেও কথা বলেছি। তিনিও বলেন এসব বিষয়ে তিনি কিছুই জানেন। 

গত ২৬ মার্চ থেকে দেশে লকডাউনের ফলে শুটিং বন্ধ থাকায় এক্সট্রা শিল্পী, মেকআপ আর্টিস্ট, স্ট্যান্টম্যান, প্রোডাকশন বয়সহ কলাকুশলীই বেকার হয়ে পড়েন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ