আজকের শিরোনাম :

কর্তন ছাড়াই ছাড়পত্র পেল ‘ভাইজান এলো রে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ১২:৩১ | আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১২:৩৬

ঢাকা, ১৭ জুলাই, এবিনিউজ : ‘ভাইজান এলো রে’ ছবি নিয়ে অনেক প্রতীক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি বাংলাদেশের সেন্সর বোর্ড এদেশে মুক্তির অনুমতি দিয়েছে। আজ (সোমবার) ছবিটি চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়।

এরপর সেন্সর সদস্যরা ছবিটি আনকাট ছাড়পত্র প্রদান করে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব আলী সরকার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘ভাইজান এলো রে’ আনকাট সেন্সর দেয়া হয়েছে। ছবিটি আমি নিজেও দেখেছি সেন্সরে। আমার কাছে ভালো লেগেছে।

তিনি বলেন, এমন ছবিই দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। যারা ছবিটির সঙ্গে জড়িত তারা চাইলে এবার মুক্তি দিতে পারবেন। আর কোনো বাঁধা নেই।  সেন্সর বোর্ডের আরেক সদস্য, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ভাইজান এলো রে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্রে দেয়া হয়েছে।

আমদানি করে বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। বিনিময়ে ওপারের জন্য থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’। বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানটি গেল বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়। আজ (সোমবার) দুপুরের পর প্রদর্শনের পর কর্তন ছাড়াই সেন্সরের কাঠগড়া পেরোয় ‘ভাইজান এলো রে’।

এটি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পায় ‘সুলতান’ ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।

পাশাপাশি ছবিতে শাকিবের পারফর্মেন্স ভিন্নমাত্রা যোগ করেছে। শাকিব খান ছাড়াও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ভাইজান এলো রে ছবিতে। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে এসকে মুভিজ।

আগামী শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠান জানায়, ‘ভাইজান এলো রে’ কত হলে মুক্তি পাবে সেটা আরও দুদিন পর জানা যাবে। তবে ভালো ভালো সিনেমা হলগুলো ছবিটি চালাতে চাচ্ছে আমদানিকারন প্রতিষ্ঠানটি।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ