আজকের শিরোনাম :

করোনাকে টাইপরাইটার উপহার দিলেন টম হ্যাঙ্কস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১২:৪৪

হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস একটি চিঠি ও করোনা ব্র্যান্ড টাইপরাইটার উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার আট বছরের এক বালককে। কারণ ছেলেটির নাম করোনা ডি ভ্রিজ! বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির নামে ডেকে উত্ত্যক্ত করা হচ্ছে তাকে। দু’বারের অস্কারজয়ী এই তারকাকে এই কথা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিল সে।

অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল সেভেন নিউজ গত ২৪ এপ্রিল এক প্রতিবেদনে জানায়, দেশটির কুইনসল্যান্ড রাজ্যের গোল্ড কোস্ট শহরে থাকে করোনা ডি ভ্রিজ। দীর্ঘ সৈকতের জন্য জায়গাটি বিখ্যাত। টম হ্যাঙ্কস ও রিটা উইলসন দম্পতি কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর গত মাসে এখানকার একটি হাসপাতালে তিন সপ্তাহেরও বেশি সময় কোয়ারেন্টিনে ছিলেন। এরপর সুস্থ হয়ে আমেরিকায় ফিরে যান তারা।

আমেরিকান এই তারকাকে চিঠিতে ওই বালক লিখেছে, ‘শুনেছি আপনি ও আপনার স্ত্রী করোনভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। আপনি কি ভালো আছেন?’

করোনা ডি ভ্রিজ, টম হ্যাঙ্কসের লেখা চিঠি

ছেলেটি আরও জানায়, ‘নিজের নামটা আমার কাছে ভালো লাগে। কিন্তু স্কুলে অন্যরা এখন আমাকে করোনাভাইরাস নামে ডেকে জ্বালায়। কেউ এই নামে ডাকলে আমার কষ্ট হয় এবং রেগে যাই।’

উত্তরে উৎসাহ দিতে করোনা ব্র্যান্ডের টাইপরাইটারে টম হ্যাঙ্কস লিখেছেন, ‘প্রিয় করোনা, তোমার চিঠি পড়ে আমার স্ত্রী ও আমার দারুণ লেগেছে। এমন ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ - বন্ধুর মন খারাপ থাকলে বন্ধু ভালো করে দিতে পারে।’

৬৩ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব লিখেছেন, ‘আমার জানাশোনার মধ্যে তুমিই একমাত্র ব্যক্তি, যার নাম করোনা। মনে হচ্ছে, এই টাইপরাইটার তোমার জন্য উপযুক্ত। বড়দের কাছ থেকে জেনে নিও কীভাবে এটা কাজ করে। এরপর এতে চিঠি লিখে আমাকে পাঠিও। পুনশ্চ: তুমি আমাকে বন্ধু হিসেবে পেলে!’

টম হ্যাঙ্কসের চিঠির ছবি সেভেন নিউজ চ্যানেলে দেখানো হয়। টাইপরাইটারটি গোল্ড কোস্টে নিয়ে গিয়েছিলেন তিনি। কোয়ারেন্টিনে থাকাকালে সময় কাটাতে এটি ব্যবহার করতেন তখন।

‘টয় স্টোরি’ সিরিজের ছবিতে উডির চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস। এর সুবাদে তাকে বেশ পছন্দ করোনার। সেই সূত্র ধরেই চিঠি লিখেছিল সে। আর এখন আমেরিকায় নতুন বন্ধু পেয়ে ছেলেটি বেজায় খুশি।

গত মাসে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করেন রিটা উইলসন। আর এলভিস প্রিসলির বায়োপিকের শুটিং করছিলেন টম হ্যাঙ্কস। এতে প্রয়াত রক এন রোলের রাজার ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে তাকে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ