আজকের শিরোনাম :

নানা আয়োজনে শিল্পী সমিতির বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৮:২৯

নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে স্মরণ করছেন দেশবাসী। পিছিয়ে নেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই এফডিসি মসজিদে পড়ানো হয়েছে কোরআন খতম। বিকেল ৫টায় জহির রায়হান ভিআইপি অডিটরিয়ামে আলোচনা সভা ও বাদ আসর মিলাদ মাহফিল হয়। সন্ধ্যায় শিল্পী সমিতি কেক কেটে বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করেন। মিশা-জায়েদের ব্যতিক্রমী আয়োজনে কেক কাটায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মাননীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবার হোসেন ফারুক।

এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। কেক কেটে সংসদ সদস্য ফারুকের নেতৃত্বে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চলচ্চিত্র শিল্পী সমিতি।


এবিএন/মারুফ সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ