আজকের শিরোনাম :

দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১৯:৪৯

করোনাভাইরাসের কারণে দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এ সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী ১৮ মার্চ থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে।

এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতি উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, সরকার করোনার মহামারি থেকে রক্ষা পেতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সিনেমা হল জনসমাগমের একটি জায়গা। জনসচেতনতায় তাই এগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমাহল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমাহলে দর্শক কম। আগামী ১৮ তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত বন্ধ থাকবে।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ