আজকের শিরোনাম :

করোনার প্রভাব : ‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১২:৫৬

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব সিনেমা অঙ্গনেও। প্রাণঘাতি এই ভাইরাসের ভয়াবহতার কথা বিবেচনা করে এবার স্থগিত করা হয়েছে বলিউড সিনেমা ‘সূর্যবংশী’র মুক্তি। ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির।

রোহিত শেঠি পিকচারজের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, দর্শকদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে করোনাভাইরাসের কারণে ‘সূর্যবংশী’র মুক্তি পেছানো হয়েছে। সবকিছু যখন আবার ঠিক হবে, তখনই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

শুধু সূর্যবংশীই নয়, পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিনেমার মুক্তির তারিখ, থমকে যাচ্ছে বিখ্যাত সিনেমার শুটিং, মন্দা দেখা দিচ্ছে বাণিজ্যে। 
সূর্যবংশী সিনেমাটিতে এবারই প্রথম রোহিতের সঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার। অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগণ ও রণবীর সিং।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ