আজকের শিরোনাম :

‘ডনগিরি’ দিয়ে সন্তুষ্ট হল মালিকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০০:৪১

নির্মাতা শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ ছবিটি দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার( ১৮ অক্টোবর)। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি। মুক্তির পর থেকেই বেশ আলোচনায় আছে অ্যাকশন ধর্মী এই চলচ্চিত্রটি। ঈদের পর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মাঝে 'ডনগিরি' বেশ ভালো ব্যবসা করেছে বলে জানান হল মালিকরা।

ঢাকার ঐতিহ্যবাহি হল মধুমিতা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ডনগিরি ছবিটিতে যে খুব বেশি ভালো যাচ্ছে সেটা বলা যায়না। বলা যায় মোটামুটি যাচ্ছে। ছবিটির নায়ক বাপ্পি। তার একটা দর্শক তৈরি হয়েছে। তারা ছবিটি দেখতে আসছেন।

এদিকে সিনেমা হলের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ডনগিরি ছবিরে সেল রিপোর্ট ভালো। এখন তো প্রায় সব ছবিই মন্দা যায়। তার মধ্যে হিসেব টানলে ডনগিরি ভালোই দর্শক টানছে।

এছাড়াও রাজধানীর নিউ গুলশান হলেও মোটামুটি ভালো চলছে খবর পাওয়া জানিয়েছেন সেখানকার ব্যবস্থাপক। তবে ঢাকার জোনাকি, পূরবী, টঙ্গির চম্পাকলি,সিলেটের নন্দিতা,রংপুরের শাপলা মতো বড় বড় সিনেমা হলে শুক্রবার ও শনিবার ও রোবাবার শোগুলোতে ভালো দর্শক টেনেছে বলেই খবর জানা গেছে।

ছবিটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন হাসান ইমাম,শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর,আলীরাজ,অমিত হাসান,অরুণ বিশ্বাস, শিবা সানুদের মতো বড় বড় অভিনেতারাও রয়েছেন।

সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ হাসান ইমাম। এছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, ইমরান, পড়শি, লেমিস, রুপম। গাজী মাজহারুল আনোয়ারসহ বেশ কয়েকজন গানের কথা লিখেছেন।

দেশের খ্যাতিমান কয়েকজন গীতিকার গানগুলোর সুর করেছেন। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ