আজকের শিরোনাম :

ঈদের তৃতীয়দিন গ্রামে যাচ্ছেন জাহিদ হাসান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ২০:০৬

ঢাকা, ১৮ জুন, এবিনিউজ : ঈদুল ফিতরে তৃতীয়দিন আজ সোমবার। কমলাপুর রেল স্টেশনে অভিনেতা জাহিদ হাসানকে দেখে হুমড়ি খেয়ে পড়ছেন অন্যান্য যাত্রীরা। কেউ কেউ আবার ব্যস্ত সেলফি তুলতে। ভক্ত আর যাত্রীদের সরিয়ে জাহিদ হাসান দ্রুত এগিয়ে যান রংপুর এক্সপ্রেসের দিকে। মুচকি হেসে যাত্রীদের বলেন, ‘ঠিক আছে একটু যেতে দিন। ট্রেনে উঠতে হবে, গ্রামের বাড়ি যাব।’

সোমবার রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল ১০টা দিকে এমন দৃশ্য দেখা যায়। পরে জানা যায়, অভিনেতা জাহিদ হাসান ঢাকাতেই ঈদ করেছেন। ঈদের তৃতীয়দিন আজ গ্রামে বাড়ি সিরাজগঞ্জ যাচ্ছেন তিনি।

কমলাপুর রেল স্টেশনে এ প্রতিবেদককে জাহিদ হাসান বলেন, ‘ঈদ ঢাকায় করেছি। আজকে (সোমবার) গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাচ্ছি। সেখানে স্কুলে একটি বিশেষ কাজ আছে। আজকে আর বেশি কথা বলব না। ভালো থাকবেন ভাই, আসি। সোয়া ১০টায় ট্রেন ছাড়বে।’

এদিকে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায়, ঈদের পরও প্রত্যেক প্লাটফর্মে বাড়ি ফেরা মানুষের ভিড়। কেউ বসে আছেন কেউবা দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। গৌন্তব্য একটাই, গ্রামের বাড়ি যাবেন তারা। বিশেষ কাজে যারা ঈদের সময় ঢাকা ছিলেন বা অতিরিক্ত ভিড়ে বাড়ি যাননি তারাই এখন গ্রামে যাচ্ছেন।

রংপুরের যাত্রী আনোয়ার বলেন, একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করি। যারা ঈদের আগে বাড়ি গিয়েছিল তারা আজকে সকালে জয়েন্ট করেছে। আর আমি ঈদে ডিউটি কিরেছি, তাই এখন বাড়ি যাচ্ছি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ঈদের তৃতীয়দিনও অনেক মানুষ ঢাকা ছাড়ছেন। এবার ঈদের পর ভিন্ন চিত্র দেখছি। ঈদের আগে তো বাড়ি গেছেই কিন্তু ঈদের পর আজকে পর্যন্ত যাত্রীদের ভিড়। মনে হচ্ছে ঈদ এখনো আসেনি। তাদের মধ্যে রংপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুরের যাত্রী বেশি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ