আজকের শিরোনাম :

বয়স কমানোর কৌশল জানাবেন আইরিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৮

মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। ওয়েব সিরিজ, চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। সেই ধারাবাহিকতায় এবার নতুন বিজ্ঞাপনে অংশ নিলেন চিত্রনায়িকা আইরিন। বিজ্ঞাপনটির মাধ্যমে আইরিন বয়স কমানোর কৌশল তুলে ধরবেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।

নির্মাতা সৈকত নাসির বিজ্ঞাপনটি সম্পর্কে বলেন, ‘এটি একটি অন্যরকম বিজ্ঞাপন। বাইরের বিজ্ঞাপনের মতো স্বাদ পাবে দর্শকেরা। আইরিনসহ বাকি সবাইকে অন্য গেটআপে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করছি কাজটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।’

এদিকে এটি নিয়ে আইরিন বলেন, ‘এটির শুটিং হয়েছে এফডিসিতে। এটি হিরোয়েশি বাংলাদেশ লি. এর জেনেরিও অ্যান্টি এইজিং ক্রিমের বিজ্ঞাপন। আমার অংশটি নির্মাতা অন্যভাবে ক্যামেরাবন্দী করেছেন। এমন ধরনের ভিন্ন স্বাদের কাজ করতে আসলে ভালোই লাগে। এই বিজ্ঞাপনে দর্শক ভিন্ন চমক হিসেবে আমাকে দেখবেন।’

প্রসঙ্গত, আইরিন অভিনীত বেশ কিছু ছবি হয়েছে প্রশংসিত। বর্তমানে নতুন কিছু ছবির কাজে ব্যস্ত রয়েছেন। এর আগে সৈকত নাসিরের নির্মাণে ‘ট্রাপড’ ওয়েব সিরিজে কাজ করেছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিনের ‘সেভ লাইফ’, ‘রৌদ্রছায়া’, ‘ভোলা’, ‘গন্তব্য’, ‘টার্গেট’ ‘আহারে জীবন’।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ