আজকের শিরোনাম :

যেসব হলে মুক্তি পাচ্ছে ঈদের ৫ ছবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০১৮, ১৭:৫৮

‌‌ঢাকা, ১৬ জুন, এবিনিউজ : এবারের ঈদের ছবি মুক্তি নিয়ে বেশ শঙ্কা ছিল অনেক দিন। অবশেষে সেই অনিশ্চয়তা ও শঙ্কা কাটিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। এরই মধ্যে কিছু সংখ্যক সিনেমার হল লিস্ট প্রকাশ করা হয়। তা নিচে দেয়া হলো-

চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া 

খান ফিল্ম প্রোডাকশন প্রযোজিত উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াত প্রমুখ। ছবিটি সারাদেশে ১৩৩ টি হলে মুক্তি পাবে।

হল লিস্ট :

১.মধুমতি - ভৈরব , ২. সাগরিকা -চালা , ৩. চান্দনা - জয়দেবপুর , ৪. সেনা - ময়মনসিংহ , ৫. নিউ মোট্রো -নাঃগঞ্জ, ৬. আলমাস -চট্রগ্রাম , ৭. রূপসী -ভোলা , ৮. কানন -ফেনী , ৯. অবসর -বিরামপুর , ১০. উবসী -ফুলবাড়ী , ১১. রানী -চরআলেকজেন্ডার , ১২. রাজ -কুলিয়ারচর , ১৩. ফ্লিওপেট্রা -ধুনট , ১৪.শাপলা -শ্রীপুর , ১৫. আশা -মেলান্দ, ১৬. সনি -ঢাকা , ১৭. অভিসার -ঢাকা , ১৮. জোনকী -ঢাকা , ১৯.চিত্রামহল -ঢাকা , ২০. বিজিবি -ঢাকা , ২১. গীত -ঢাকা , ২২. সেনা -ঢাকা, ২৩. সাগর -কালিয়াকৈর , ২৪. রিয়া -জারিয়া বাজার , ২৫. পুনির্মা -কোম্পানিগঞ্জ , ২৬. পলাশ -লাকশাম , ২৭. পালকি -চান্দিনা , ২৮. সত্যবর্তী -শেরপুর , ২৯. মল্লিকা -উল্লাপাড়া , ৩০.আকাশ -রংপুর ৩১. চলন্তিকা -গোপাল , ৩২. ছন্দা -পটিয়া , ৩৩.মুন -হোমনা , ৩৪. ঝংকার -পাচঁদোন. ৩৫. পান্না -চুয়াডাঙ্গা , ৩৬. মনিকা -শায়েশÍা, ৩৭. ভাই ভাই -সখীপুর , ৩৮. ভিক্টোরিয়া -শ্রীমঙ্গল ,৩৯. আলতা -শরিষাবাড়ী , ৪০.অভিরুচি -বরিশাল , ৪১. রাজমনি -বোরহান , ৪২ . লালমনি -লালমোহন , ৪৩. চাঁদমোহন -কাঁচপুর ,৪৪. নন্দিতা -সিলেট , ৪৫. রুশভী -নাগেশ্বর , ৪৬. মানশী -উলিপুর , ৪৭. পুনম -ঢাকা , ৪৮. ভাই ভাই -দেওয়ানগঞ্জ, ৪৯. সবুজ - চরফ্যাশন , ৫০. জয় -শমসের , ৫১. মধুমতি -মাগুড়া, ৫২. সংগীতা -খুলনা, ৫৩. জনতা -খুলনা , ৫৪. লিবার্টি -খুলনা, ৫৫. মডার্ন -দিনাজপুর , ৫৬. তামান্ন -সৈয়দপুর , ৫৭.তুলি - নাভার , ৫৮. সোনালী-ঈশ্বগঞ্জ, ৫৯. মুক্তি -চান্দাই কোনা, ৬০. মোসুমী -সিরাজগঞ্জ ৬১. দিপাঞ্চল -চর রাজীবপুর , ৬২.সিনেরেক্স -কবির হাট , ৬৩ . বৈশাখী -কালুখালী , ৬৪. ঘোমটা -দূর্গাপুর , ৬৫. সিনেমা প্যালেস -চট্রগ্রাম , ৬৬. আলিম -খেপুপাড়া , ৬৭. আলিম -মঠবাড়ীয়া , ৬৮. লিপি -গলাচিপা , ৬৯ .লাভলু -আমতলী, ৭০. আনন্দ -দৌলত খা, ৭১. রুমা -মুক্তাগাছা, ৭২. বর্নালী -শাহাজাদপুর , ৭৩.সাধনা -রাজবাড়ী , ৭৪.বর্নালী -নোয়াখালী , ৭৫.কেয়া -টাংগাঈল , ৭৬. রাজিয়া -নাগরপুর, ৭৭. কল্লোল -মধুপুর ,৭৮.আলোছায়া -শরিয়তপুর , ৭৯. হীরক -গোবিন্দগঞ্জ, ৮০. পিরোজপুর -পাগলা, ৮১.মৌচাক -ভাঙ্গরা, ৮২.জ্যোতি -কাজিরহাট , ৮৩. আশা -শ্যামগঞ্জ , ৮৪.পূরবী -মনিরামপুর , ৮৫. বিজিবি -টেকনাফ , ৮৬. বিজিবি -কক্সবাজার, ৮৭.নন্দিতা -গাজীপুর , ৮৮. কোহিনুর - চাদপুঁর, ৮৯.স্বর্নমহল -রূপসী, ৯০.পলাসী -শিবচর ৯১. মানসী -কিশোরগঞ্জ, ৯২. পদ্মা -শিবগঞ্জ, ৯৩. রূপকথা -পাবনা ৯৪. ইউনিভার সেল -মাদারীপুর , ৯৫.উপহার -রাজশাহী , ৯৬. বিনোদন - সরাই ক্যান্ট , ৯৭.মানসী -খোকসা , ৯৮.আলোরূপা -লালমনির হাট , ৯৯. অন্বেসা -মুকসেদপুর, ১০০. সুন্দরবন –-শ্যামনগর , ১০১.হীরামান -নেত্রকোনা, ১০২.অন্তরা -নালিতা বাড়ী, ১০৩. রূপান্তর -গফরগাঁও , ১০৪. চম্পাকলি -টংগী, ১০৫. মোসুমী -শাকুন্দিয়া, ১০৬.শিল্পী মিলন -মধ্য নগর, ১০৭. বৈশাখী -বাউফল, ১০৮.মুন -আজমেরীগঞ্জ, ১০৯. তিতাস -পটুয়াখালী , ১১০. সংক্ষ মহল -ডুমুরিয়া , ১১১. মনোরাম -কাপাসিয়া . ১১২. বুলবুল -চিতলমারী , ১১৩.রাজলক্ষী -পাতার হাট, ১১৪. ঝংকার -বকশি গঞ্জ ,১১৫. রানা -বামন্দী , ১১৬. শ্যামলী -চেীধুরানী , ১১৭.গ্যারীশন -দয়ারাম পুর , ১১৮. রাজিয়া -নড়িয়া, ১১৯.জনতা -জল ডাক, ১২০.সোনিয়া -বগুড়া, ১২১ উত্তরা -ফুলপুর , ১২২.নবীন -নবীনগর ১২৩. পান্না -মুক্তারপুর , ১২৪. পলাশী -শিবচর , ১২৫. প্রিয়া -ঝিনাইদই , ১২৬ .শান্তনা -হাজীগঞ্জ , ১২৭. মায়াবী -আখাউড়া ,১২৮. হ্যাপী -লক্ষীপুর , ১২৯. রাজিয়া -সদরপুর , ১৩০. রুনা -চালাকচর , ১৩১.সংগীত -সাতক্ষীরা , ১৩২. পৃথিবী -জয়পুর হাট , ১৩৩. সেনা -সাভার।

সুপার হিরো

হার্টবিট প্রোডাকশন প্রযোজিত আশিকুর রহমান পরিচালিত 'সুপার হিরো' ছবিতে অভিনয় করেছেন শাকিব খান,বুবলী,তারিক আনাম খান,সাদেক বাচ্চু প্রমুখ। ছবিটি প্রায় সারাদেশে ৭৪ টি হলে মুক্তি পেয়েছে।

হল লিস্ট

ঢাকার ভেতরে ১। মধুমিতা, ২। আনন্দ,৩। আজাদ, ৪। পদ্দা, ৫। শাহীন, ৬। মুক্তি ৭। যমুনা ব্লকবাস্টার এবং ঢাকার বাইরে ৮। উল্কা,জয়দেব পুর, ৯।মোহনা, কোনাবাড়ি, ১০। কাকলি, শেরপুর, ১১. মালঞ্চ, টাঙ্গাইল, ১২. ভাইভায়, সখিপুর, ১৩. অবকাশ, ফুলবাড়ী, ১৪. রাজমনিহার, রায়পায়রা,১৫. অভিরুচি, বরিশাল, ১৬. সায়াবানী, ময়মনসিংহ, ১৭. তাজ, নওগাঁ, ১৮. মনিহার, যশোর,১৯. দর্শন, ভৈরব, ২০. মাধবী, মধুপুর, ২১. সুমন, মটখোলা, ২২. অন্তরা, মেলান্দা, ২৩. বি জি বি, সিলেট,২৪. রুমা, মুক্তাগাছা, ২৫. ভিক্টোরিয়া, শ্রীমঙ্গল, ২৬. চাঁদনী, ভাঙা, ২৭. দুলাল, ফেনী, ২৮. চন্দ্রিমা, শ্রীপুর, ২৯. শঙ্খ, খুলনা,৩০. চিত্রালী, খুলনা,৩১. বনানী, কুষ্টিয়া,৩২. লাবনী, সাতক্ষীরা, ৩৩. বলাকা, ঠাকুরগাঁও,৩৪. পৃথিবী কমপ্লেক্স, জয়পুরহাট,৩৫.নবীন, মানিকগঞ্জ,৩৬. চিতবাণী, গোপালগঞ্জ,৩৭. শাপলা, রংপুর ৩৮. ময়ূরী, বাগআঁচড়া, ৩৯. বিলাস, সাভার ৪০. লক্ষী, শ্যামনগর ৪১. রিয়ামহল, নোয়াপুর, ৪২. উত্তরা টকিজ, পার্বতীপুর, ৪৩. ঝর্ণা, দাউদকান্দি, ৪৪. তাজ, গাইবান্দা, ৪৫. ছবি ঘর, ঝিনাইদাহ, ৪৬. মমতা, মাধবদী, ৪৭. বনলতা, ফরিদপুর, ৪৮. প্রতিবা, রাজৈর, ৪৯. রুমা, জুমারবাড়ী, ৫০. কথাচিত্র, পোটিয়াদি, ৫১. মিলন, মাদারীপুর
৫২. মইনুল, গুরুদাসপুর, ৫৩. মেঘনা, হাজিরহাট ৫৪. বিউটি, পিপোলবাড়ি, ৫৫. নিউ গুলশান, জিঞ্জিরা, ৫৬. মোহন, হবিগঞ্জ, ৫৭. চিত্রপুরী, আউলিয়ানগর, ৫৮. সিক্ত, ধুনট, ৫৯. ফাল্গুনী, নাগরপুর, ৬০. বনরূপা, মাওনাবাজার, ৬১. পড়শী, লাকসাম ৬২. লাভলী, চাটমোহর ৬৩. আনন্দ, দৌলতখান ৬৪. পূর্বাশা, মাগুরা ৬৫/ জিকো, নাগেশ্বরী, ৬৬. লিলি, কুলাউড়া ৬৭. অর্পনা, খুকশা, ৬৮. আলতা, সরিষাবাড়ী, ৬৯. রানীমহল, ডেমরা, ৭০. প্রীতি, আগলা, ৭১. সাধনা, রাজবাড়ী, ৭২. মনিহার, শাহজাদপুর, ৭৩. আলোছায়া।

পোড়ামন-২

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত 'পোড়ামন ২' ছবিতে অভিনয় করেছেন সিয়াম,পূজা,বাপ্পারাজ,ফজলুর রহমান বাবু,নাদের প্রমুখ। সারাদেশে ২২ টি হলে মুক্তি পেয়েছে ছবিটি।

হল লিস্ট

১। স্টার সিনেপ্লেক্স –বসুন্ধরা সিটি, ঢাকা, ২। ব্লক বাষ্টার – যমুনা ফিউচার পার্ক, ঢাকা, ৩। বলাকা সিনেওয়ার্ল্ড- ঢাকা, ৪। শ্যামলী সিনেমা- ঢাকা, ৫। বর্ষা সিনেমা- জয়দেবপুর, ৬। পূর্বাশা সিনেমা- সান্তাহার, ৭। মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া, ৮। মেহেরপুর সিনেমা- মেহেরপুর, ৯। আলমডাঙ্গা টকিজ- আলমডাঙ্গা, ১০। আনন্দ সিনেমা- তানোর, রাজশাহী, ১১। অনামিকা সিনেমা- পিরোজপুর, ১২। বাবু টকিজ- কিশোরগঞ্জ, নীলফামারী, ১৩। ছন্দা সিনেমা- কালীগঞ্জ, ঝিনাইদহ,১৪। মমতাজ মহল- নীলফামারী, ১৫। নসীব সিনেমা- সাপাহার, নওগাঁ, ১৬। লাইট হাউজ সিনেমা- পারুলিয়া, সাতক্ষীরা, ১৭। রাজু সিনেমা- ঈশ্বরদী, পাবনা, ১৮। শাহিন সিনেমা- বল্লাবাজার, টাঙ্গাইল, ১৯। সনি সিনেমা- ইসলামপুর, জামালপুর, ২০। সোনালী সিনেমা- ঘোড়াঘাট, দিনাজপুর,২১। উল্লাস সিনেমা- বীরগঞ্জ, দিনাজপুর, ২২। বৈশাখী সিনেমা- নড়িয়া, শরীয়তপুর।

পাংকু জামাই

ভাওয়াল পিকচার্স পরিবেশিত আব্দুল মান্নান পরিচালিত 'পাংকু জামাই ' ছবিতে অভিনয় করেছেন শাকিব খান,অপু বিশ্বাস,পুস্পিতা পপি,এটিএম শামসুজ্জামান প্রমুখ।

হল লিস্ট

১। রাজমনি,ঢাকা ২। মিনি গুলশান,জিঞ্জিরা ৩। ঝুমুর,গাজিপুর ৪। রাজ,কিশোরগঞ্জ ৫। সাথী,নারায়ণগঞ্জ ৬। ছন্দা,ঝিনাইদহ ৭। গুলশান,নারায়ণগঞ্জ ৮। বিজিবি অডিটরিয়াম, চট্টগ্রাম।

কমলা রকেট

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘কমলা রকেট’। ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ ছবির চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম,সামিয়া সাঈদ প্রমুখ। ছবির হল লিস্ট পাওয়া যায়নি।


এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ