আজকের শিরোনাম :

এবার শিল্প ও সংস্কৃতি নগরী ময়মনসিংহে বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪

দেশের নানা প্রান্ত ঘুরে এবার শিল্প ও সংস্কৃতি নগরী ময়মনসিংহে বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’  এর নামে হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটিতে দেশ-বিদেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে তিনদিন ব্যাপি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব নিয়ে বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংস্কৃতি কর্মী কাজী আজাদ জাহান শামীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নাট্যকার আবুল মনসুর, প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন, উৎসব প্রযোজক হেমন্ত সাদীক, সমন্বয়ক আসমা আক্তার লিজাসহ তরুন চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশের আয়োজনে ৫ থেকে ৭ সেপ্টেম্বর বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের এ আসর বসবে ।

উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১টি দেশের তরুণদের নির্মিত প্রায় ১ হাজার ৭শ’ চলচ্চিত্র। ৭ সেপ্টেম্বর সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কারপ্রাপ্ত সেরা আট চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্মক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ। উৎসবে চলচ্চিত্রগুলো প্রদর্শনী ছাড়াই দর্শকরা দেখতে পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।


এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ