আজকের শিরোনাম :

জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা হানি সিংয়ের বিরুদ্ধে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ১২:৩৯

আদালতে হাজিরা না দেওয়ায় হানি সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল লখনউ আদালত। সাত বছর আগে হানি সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর। 

হানি সিংয়ের 'ম্যায় হু বলতকারি' গানে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয় বলে সূত্রের খবর। 

অমিতাভ ঠাকুরের অভিযোগের ভিত্তিতেই ২০১৩-র ২৭ জুন হানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় মামলা দায়ের করে পুলিশ। ফলে সেই বছরই ২৩ ডিসেম্বরের মধ্যে হানি সিংকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মানেন নি হানি সিং। এর পরিপ্রেক্ষিতেই আগামী ১১ সেপ্টেম্বর লখনউ আদালত হানি সিংকে হজিরার নির্দেশ দিয়েছে। 

এবিএন/নির্মল/জসিম/এনকে

এই বিভাগের আরো সংবাদ