আজকের শিরোনাম :

প্রবর্তক মোড়ে বসেছে রূপালি গিটার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০০:১৭

‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাব দূরে বহুদূরে’ এমন গানে কোটি শ্রোতার মনে চিরস্থায়ী জায়গা করে নেয়া মানুষটা সত্যিই চলে গেলেন। রেখে গেলেন তার সেই রূপালি গিটার আর অসংখ্য কালজয়ী গান।

আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার স্মৃতি অমলিন করে রাখতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে বসানো হয়েছে একটি রূপালি গিটার আদলের ভাস্কর্য। মাস দুয়েক আগেই এই সিদ্ধান্তটি নেয়া হয়। অবশেষে সেই মোড়ে বসেছে এবির গিটার।

আগামী কিছুদিনের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শিল্পীর গিটারের মতো করে একটি প্রতিকৃতি বসানোর কাজ শুরু হয়েছে। কাজটি করছে অডিও ইনক নামে একটি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তারই উদ্যোগ হিসেবে প্রবর্তক এলাকায় এই কাজ চলছে।

উল্লেখ্য, আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান। তার স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে প্রবর্তক এলাকার বসানো হচ্ছে গিটার। আগামী প্রজন্ম আইয়ুব বাচ্চুকে মনে রাখবে। থাকবে তার গিটারের জাদু।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ