আজকের শিরোনাম :

ঈদের তিন নাটকে রাশেদ সীমান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫৫

রাশেদ সীমান্ত পেশাগত জীবনে তিনি বৈশাখী টিভির মার্কেটিং ইনচার্জ। অভিনয়ে আসাটা শখের বশেই। এ পর্যন্ত ৬টি নাটক প্রচারিত হয়েছে তার। ৬টি নাটকেই দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। বেনু শর্মা রচিত ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে মিডিয়ায় অভিষেক রাশেদ সীমান্তর।

তার অভিনীত ‘যেই লাউ সেই কদু’, ‘বরিশাল টু ঢাকা’, ‘বউয়ের দোয়া পরিবহন’, ‘ভাবীর দোকান’ নাটকগুলো জনপ্রিয়তা পেয়েছেন। ব্যস্ততার কারণে প্রচণ্ড চাহিদা থাকা সত্ত্বেও অন্য কোনো টিভি চ্যানেলের নাটকে সময় দিতে পারছেন না রাশেদ সীমান্ত।

এরই ধারাবাহিকতায় বৈশাখী টেলিভিশন এবার ঈদুল আজহায় তাকে কেন্দ্র করে তিনটি নাটক নির্মাণ করেছে। নাটক তিনটির মধ্যে একটি ৭ পর্বের ধারাবাহিক ও ২টি একক। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটকটি তিনটি হলো জামাই বাজার, ভাবীর দোকান-২ রচনা ও পরিচালনা: আকাশ রঞ্জন দেখবেন ঈদের দিন রাত ৮:১০ মিনিটে ও মধ্যরাতের সেবা দেখবেন ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯ টা ১৫ মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে। 

 

এবিএন/নির্মল/জসিম/এনকে

এই বিভাগের আরো সংবাদ