আজকের শিরোনাম :

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নায়ক আলমগীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০১:০৯

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৩০ জুলাই) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন বলে জানিয়েছেন তার মেয়ে কন্ঠশিল্পী আঁখি আলমগীর।

আঁখি আলমগীর বলেন, বাবার শরীর আগের তুলনায় অনেক ভালো, তবে শরীর দুর্বল। আপাতত তিনি শঙ্কামুক্ত। তাই চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আলমগীর। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি থাকেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলমগীর আশি ও নব্বইয়ের দশকের দাপুটে নায়ক। অসংখ্য ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি বেশকিছু ছবি প্রযোজনা ও পরিচালনা করেছেন। ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আলমগীরের। ১৯৮৫ সালে ‘নিষ্পাপ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ